বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ছেড়ে দেয়ার সম্ভাবনা দেখালেন ইসরাইলী প্রধানমন্ত্রী প্রার্থী

৭ ফেব্রুয়ারি, আল জাজিরা : দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ছেড়ে দেয়ার ব্যাপারে আবারো সম্ভাবনা দেখালেন দেশটির একজন প্রধানমন্ত্রী প্রার্থী। তেল আবিবের ফিলিস্তিনি ভূমির ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার পথ খোঁজা উচিৎ বলে জানান আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী বেনি গ্যানতেজ।

গত বুধবার প্রচাতির এক সাক্ষাৎকারে গ্যানতেজ বলেন, ২০০৫ সালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ওপর ইসরাইলী নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত ইতিবাচক ছিলো। তাই এই পথ অনুসরণ করে ও তা থেকে শিক্ষা নিয়ে অন্যের ওপর নিয়ন্ত্রণ করার নীতি থেকে ইসরায়েলের সরে আসা উচিৎ। ‘তখন তেল আবিব প্রশাসন অনুমোদন করায় দখলকারী ও সামরিক বাহিনীর প্রচেষ্টায় গাজা থেকে ফিরে আসার ব্যাপারটি খুবই বেদনাদায়ক ছিলো কিন্তু প্রকৃতপক্ষে তা শান্তিপূর্ণ পন্থারই প্রমাণ।’ দেশটির ইয়েদিয়োত আহারোনোত পত্রিকাকে দেয়া প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক এই চীফ অব স্টাফ। সম্প্রতি পশ্চিম তীর নিয়ে একটি সম্ভাবনাময় মার্কিন প্রতিবেদন ফাঁস হয়েছিলো। 

অনলাইন আপডেট

আর্কাইভ