ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে বুধবার

সংগ্রাম অনলাইন ডেস্ক:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।খবর ইউএনবির।

গত কয়েকটি সিরিজ দুর্দান্তভাবে পার করেছে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি ভোগাবে বাংলাদেশকে।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২০১০ সালের পর কোনো ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ। তবে কিউইদের মাটিতে এখনো ওয়ানডে ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা।

২০১৭ সালে নিরপেক্ষ ভেন্যু কার্ডিফে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে মহাকাব্যিক জয় তুলে নেয় বাংলাদেশ।

কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফর করেছে। সফরে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। এদিক থেকে কিছুটা হলেও আত্মবিশ্বাসের তলানিতে থাকবে স্বাগতিকরা। তবে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ২ উইকেটের পরাজয় বাংলাদেশকেও ভাবাবে।

আগামী ১৬ এবং ২০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ ও ডানেডিনে যথাক্রমে বাকি ওডিআই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি, ৮ এবং ১৬ মার্চ হ্যামিল্টন, ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে টেস্ট ম্যাচ ৩টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মো. মিথুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, ‍রুবেল হোসেন, মো. সাইফুদ্দিন, নাঈম হাসান ও শফিউল ইসলাম।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মো. মিথুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেগেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদাত হোসেন।

অনলাইন আপডেট

আর্কাইভ