বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চৌগাছায় মহিলা কলেজের সামনে মার্কেট নির্মাণ বন্ধের দাবি

চৌগাছা (যশোর) সংবাদদাতা, ১০ ফেব্রুয়ারি : যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সামনে সড়ক ও জনপথের জায়গায় বাণিজ্যিক মার্কেট নির্মাণ বন্ধের দাবি জানিয়ে যশোর জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ। ৭ ফেব্রুয়ারি কলেজটির উপাধ্যক্ষ আলমগীর সিদ্দিকী স্বাক্ষরিত একটি দরখাস্ত জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর দেয়া হয়।
দরখাস্তে বলা হয়েছে ১৯৯৫ সালে চৌগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে কপোতাক্ষ নদের পাশে প্রতিষ্ঠিত চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ এ অঞ্চলের একটি স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এইচএসসি, বিএ (পাশ) ও ৬টি বিষয়ে বিএ (সম্মান) কোর্স ছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কোর্সে প্রায় আড়াইহাজার নারী শিক্ষার্থী লেখাপড়া করছে। সম্প্রতি কলেজটির সম্মুখে চৌগাছা-মহেশপুর সড়কের ধারের সড়ক ও জনপথ বিভাগের পতিত জায়গায় জেলা পরিষদ একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটি নির্মিত হলে সেখানে বিভিন্ন অবাঞ্চিত লোকজনের আনাগোনায় কলেজটিতে অধ্যয়নরত আড়াই হাজার নারী শিক্ষার্থীর নিরাপত্তা ও সুষ্ঠু লেখাপড়ার পরিবেশে বিঘ্ন সৃষ্টি হবে। সে কারণে ওই স্থানে যেন কোন বাণিজ্যিক মার্কেট নির্মাণ না করা হয় আবেদনে সে অনুরোধ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ