বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মেহেরপুর সংবাদদাতা : মুজিবনগরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৫শ কোটি টাকা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার জন্য। যেখানে দর্শনার্থীরা এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। মুজিবনগরকে স্বধীনতার তীর্থভূমি হিসেব গড়ে তোলা হবে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি আরোও বলেন, বিদেশী পর্যটক  এসে যাতে মুজিবনগর আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় মন্ত্রীদ্বয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মুজিবনগর কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।

অনলাইন আপডেট

আর্কাইভ