বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

অভিবাসীদের জন্য আশ্রয়স্থল নির্মাণ করবে পানামা

১৫ ফেব্রুয়ারি, এপি : কিউবা থেকে পানামার দক্ষিণ সীমান্তে আগত অভিবাসীদের জন্যে আশ্রয়স্থল নির্মাণ করবে সে দেশের সরকার। পানামার দারিয়েন প্রদেশের জঙ্গলপথে গত এক সপ্তাহে দেশটিতে প্রবেশ করেছে প্রায় ৭১৬ জন অভিবাসী, যাদের বেশিরভাগই এসেছে কিউবা থেকে। পানামার ইমিগ্রেশন সংস্থার পরিচালক জেভিয়ের কেরিলো বলেন, দেশটিতে সবশেষ আসা অভিবাসী দলে হাইতিয়ান ও আফ্রিকানও রয়েছে। তারা মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় যাত্রা শুরু করেছিল।  গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, ৯ মিলিয়ন ডলারের আশ্রয়স্থলটিতে প্রায় ৪শ জন অভিবাসী থাকতে পারবে। সরকার এর আগেও একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন হয়নি। ২০১৬ সালে মধ্য আমেরিকান দেশ নিকারাগুয়ার মধ্য দিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে কিউবার কয়েক হাজার অভিবাসী পানামা ও কোস্টারিকায় আটকে ছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ