শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কক্সবাজারের কার্যকরী কমিটি গঠন

কক্সবাজার সংবাদদাতা: নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন কক্সবাজার জেলা শাখার ৩৭সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের বাজারঘাটা কেন্দ্রীয় জামে সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিদ্দিকের সঞ্চালনায় এক সভা পবিত্র কুরআন তেলাওয়তের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় আগামী মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১টায় ননএমপিও শিক্ষকদের মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচি সার্বিকভাবে সফল করে তোলার জন্য আহবান জানানো হয়। উক্ত সভায় আগামী ২ বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। এতে তৃতীয় বারের মতো সভাপতি মনোনীত হন চকরিয়াস্থ মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা রফিক বিন সিদ্দিক, মাওলানা হাসান আহমদ, অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক কক্সবাজার এয়ারপোর্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা মনছুর আলম, মাস্টার মোহাম্মদ রহমত উল্লাহ, কামাল হোছাইন, অর্থ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মাস্টার মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মাহফুজুল করিম, সহ-প্রচার সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা নুরুল হাকিম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা আবদুল খালেক, সদস্য যথাক্রমে- চকরিয়া উপজেলার অধ্যক্ষ মাওলানা কবির হোসাইন, প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ওসমান গণি, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সুপার মাওলানা জসীম উদ্দিন (বরইতলী), সুপার মাওলানা আসাইফুল ইসলাম, সুপার মাওলানা জসীম উদ্দিন (বহদ্দারকাটা), সুপার মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, পেকুয়া উপজেলার অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ, সুপার মাওলানা নুরুল ইসলাম, মহেশখালী উপজেলার প্রধান শিক্ষক আমান উল্লাহ, প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুহাম্মদ রশিদ, কক্সবাজার সদর উপজেলার সুপার মাওলানা হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, প্রধান শিক্ষক স্বপ্না ভট্টাচার্য্য, রামু উপজেলার সুপার মাওলানা আবুল কালাম, উখিয়া উপজেলার সুপার মাওলানা দিল মোহাম্মদ, প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক নুরুল আমিন, টেকনাফ উপজেলার সুপার মাওলানা ফখরুল ইসলাম ও সুপার মাওলানা ছিদ্দিক আহমদ।

অনলাইন আপডেট

আর্কাইভ