শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শাহরাস্তিতে ট্রাক্টর দিয়ে কৃষি জমির মাটি পরিবহন

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তিতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ট্রাক্টর দিয়ে কৃষি জমির মাটি পরিবহন করছে প্রভাবশালি মহল। ঘটনাটি ঘটে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড়া এলাকায়। সরেজমিনে দেখা যায়, শোরসাক বাজার হতে সূচীপাড়া বাজার যাওয়ার পথে জনৈক ফজলুল হক ট্রাক্টর দিয়ে কৃষি জমি থেকে মাটি পরিবহন করছে। এতে করে কৃষি জমি ও রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও হাট-বাজার গামী হাজার হাজার মানুষ যাতায়াত করে। ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করায় সড়কটি কাঁচা হওয়ায় হাটু বালিতে পরিণত হয়েছে। ধুলাবালিতে নিমজ্জিত হচ্ছে আশপাশের ঘরবাড়ি ও পরিবেশ। প্রতিনিয়ত দুর্বিষহ জীবন যাপন করছে স্থানীয় এলাকাবাসী। মাটি পরিবহনকারীরা প্রভাবশালি হওয়ায় তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সরেজমিনে ঘটনাস্থলে গেলে সংবাদকর্মীরা ট্রাক্টর চালককে জিজ্ঞাসাবাদকালে উত্তেজিত ভাবে দৌড়ে আসে মাটি পরিবহনকারী (সর্দার) ফজলুল হক। ট্রাক্টর থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করায় তিনি সংবাদকর্মীদের উপর চড়াও হন।

অনলাইন আপডেট

আর্কাইভ