শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

চীনের ‘আইভরি কুইনের’ ১৫ বছরের কারাদণ্ড

২১ ফেব্রুয়ারি, বিবিসি : চীনের ‘আইভরি কুইন’ খ্যাত নারী ব্যবসায়ী ইয়াং ফেং গ্ল্যানকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে তাঞ্জানিয়ার একটি আদালত। প্রায় ৬৫ লাখ মার্কিন ডলার মূল্যমানের ৩৫০ টিরও বেশি হাতির দাঁত পাচার করার অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেয় আদালত। বিবিসি।

২০১৫ সালের অক্টোবর মাসে ৬৯ বছর বয়সী ফেং গ্ল্যানের বিরুদ্ধে এশিয়া মহাদেশে ৫৬ লাখ মার্কিন ডলার মূল্যমানের ৮৬০ টি হাতির দাঁত পাচার করার জন্য অভিযুক্ত করা হয়।

বিগত এক দশকে আফ্রিকা থেকে প্রায় এক লাখ দশ হাজার হাতি লোপ পায়। মহাদেশটিতে আর মাত্র চার লাখ পনের হাজার হাতি অবশিষ্ট রয়েছে বলে জানা যায়। শুধুমাত্র তাঞ্জানিয়াতেই ২০০৯ সালের এক লাখ দশ হাজার হাতি থেকে ২০১৪ সালে হাতি কমে ৪৩ হাজারে পৌঁছায়।

অনলাইন আপডেট

আর্কাইভ