শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ইউরোপা লিগের শেষ ষোলোতে চেলসি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: বাতে বোরিসোভকে ঘরের মাঠে ৩-০ গোলে দ্বিতীয় লেগে হারালো আর্সেনাল। দুই লেগে ৩-১ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে উনাই এমেরির দল। চেলসিও দ্বিতীয় লেগ জিতেছে ৩-০ গোলে। মালমোর বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে পাওয়া এই জয়ে দুই লেগে ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে তারা। ম্যানইউর কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয়ার পর বৃহস্পতিবারের জয় স্বস্তি এনে দিলো চেলসি কোচ মাউরিসিও সারির মনে। ৫৫ মিনিটে, যখন এন’গোলো কাঁতে মালমোর কাউন্টার অ্যাটাক প্রতিহত করে উইলিয়ানকে পাস দেন। বাঁ দিক থেকে এই ব্রাজিলিয়ানের ক্রসকে লক্ষ্যভেদী শট বানান অলিভিয়ের জিরুদ। ৭৩ মিনিটে এমারসনকে চ্যালেঞ্জ করে লাল কার্ড দেখেন রাসমাস বেঙ্গটসন। ১০ জনের মালমো আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরের মিনিটে বার্কলে বাঁকানো ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন। গত সপ্তাহে বোরিসোভের মাঠে ১-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ালো আর্সেনাল। ৪ মিনিটের মধ্যে এগিয়ে যায় আর্সেনাল। পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান বোরিসোভ ডিফেন্ডার জাখার ভোলকোভ। বিরতির ৬ মিনিট আগে স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করেন। গ্রানিত ঝাকার কর্নার থেকে শাখদোরান মুস্তাফির জোরালো হেড জড়ায় জালে। সক্রেতিস পাপাস্তাথোপোলোস ৬১ মিনিটে গোল করে আর্সেনালের জয় সুনিশ্চিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ