শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শালকেকে গুঁড়িয়ে শেষ আটে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে শালকেকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যান সিে শেষ ষোলোর ফিরতি পর্বে মঙ্গলবার রাতে ৭-০ গোলে জিতেছে সিটি। ক্লাব ফুটবলে ইউরোপ সেরার মঞ্চে নিজেদের ইতিহাসে এটা তাদের সবচেয়ে বড় জয়। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে এগিয়ে থেকে পরের ধাপে ওঠে দলটি। জোড়া গোল করেন সের্হিও আগুয়েরো। একটি করে করেন রাহিম স্টার্লিং, লেরয় সানে, বের্নার্দো সিলভা, গাব্রিয়েল জেসুস ও ফিল ফোডেন। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৩-২ গোলে জেতা সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ৩৫তম মিনিটে আগুয়েরোর পেনাল্টি গোলে এগিয়ে যায় সিটি। সিলভাকে ডি-বক্সে জেফরি ব্রুমা ফেলে দিলে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তিন মিনিট পর ব্যবধানে দ্বিগুণ করেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার। বাইলাইন থেকে স্টার্লিংয়ের কাটব্যাক গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানায় পাঠান তিনি। ৪২তম মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন সানে। আলেকসান্দর জিনচেনকোর পাস থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই জার্মান মিডফিল্ডার। স্টার্লিং ৫৬তম মিনিটে ব্যবধান ৪-০ করেন। সানের বাড়ানো বলে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান।সানের আরেকটি দুর্দান্ত পাসে ৭১তম মিনিটে পঞ্চম গোলটি করেন সিলভা। সাত মিনিট পর জার্মান মিডফিল্ডারের দুর্দান্ত থ্রু পাসে জাল খুঁজে নেন ফোডেন।৮৪তম মিনিটে দলের সপ্তম গোলটি করেন আগুয়েরোর জায়গায় বদলি নামা গ্যাব্রিয়েল জেসুস। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির বাঁকানো শটে ঠিকানায় বল পাঠান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

অনলাইন আপডেট

আর্কাইভ