শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের বিস্ময় -- গণপূর্তমন্ত্রী

 স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের বিস্ময় মন্তব্য করে গণপূর্তমন্ত্রী শ ম  রেজাউল করিম। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ শুধু মুক্তিযুদ্ধের নির্দেশনাতেই সীমাবদ্ধ নয়। অল্প সময়ের এ ভাষণে এমন কোনো বিষয় ছিল না, যা তিনি এড়িয়ে গেছেন। আর এজন্য বলা হয় এটা বিশ্বের বিস্ময়।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই মুক্তিযুদ্ধের নির্দেশনা’ শিরোনামে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। মাহতাব স্বপ্নীল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ। উপস্থানায় ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার সহকারী এডিটর আলী হাবিব। গণপূর্তমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সবসময় নিষেধ করেন, কারণ তিনি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ হৃদয়ে গেঁথে নিয়েছেন। ভাষণের মর্মবাণী শেখ হাসিনা অনুধাবন করেই অপরাধমুক্ত দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। মন্ত্রী বলেন, আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে মনে করি বাঙালি জাতির নির্যাতনের ইতিহাস অনেক দীর্ঘ। হয়তো মহান রাব্বুল আলামিন মনে করেছেন, এখানে একজন মহামানব পাঠানো দরকার, সেজন্য শেখ মুজিবরূপী একজন মহামানব পাঠিয়েছিলেন। কিন্তু তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক পিছনে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, সেখান থেকে উত্তোলনের জন্য শেখ হাসিনাকে ২১ বছর লড়াই করতে হয়েছে। এই ২১ বছরের ভেতরে তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ