বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কিশোরগঞ্জ সংবাদ

কিশোরগঞ্জ সংবাদদাতা : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে। গত বুধবার এ উপলক্ষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিেেসব উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। 

মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেন। বাল্য বিবাহ, যৌন হয়রানী, ধর্ষণ, শিশু মৃত্যু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে  বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুন-অর-রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম, নারীনেত্রী কোহিনূর আফজল, মহিলা পরিষদের সম্পাদক আতিয়া রহমান প্রমুখ।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হোসেনপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৫ মার্চ) পৌরসভার দ্বীপেশ্বর এলাকায় নামা জিনারী গ্রামে ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম সুমাইয়া ও সুরাইয়া। দু’জনেরই বয়স এক বছর। সুমাইয়া নামা জিনারী গ্রামের শরিফ মিয়ার মেয়ে এবং সুরাইয়া পৌরসভার দ্বীপেশ্বর এলাকার মো. ফজলুর রহমানের মেয়ে।

দুপুর ২টার দিকে পৌরসভার দ্বীপেশ্বর এলাকার মো. ফজলুর রহমানের এক বছর বয়সী কন্যা সন্তান সুরাইয়া বাবা-মা’র অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বিকাল ৪টার দিকে নামা জিনারী গ্রামের শরিফ মিয়ার এক বছর বয়সী কন্যা সন্তান সুমাইয়া পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্বজনরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ