শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

পাঁচজন বিচারকের পদোন্নতি

স্টাফ রিপোর্টার : অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন পাঁচজন বিচারক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া বিচারকরা হলেন- অরুনাভ চক্রবর্তী, মোসাম্মাৎ ইসমত আরা, মো. জাকির হোসেন, আবু জাফর মো. কামরুজ্জামান এবং বেগম নীলুফার শিরিন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদান করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদের বেতন প্রাপ্তির বিষয়টি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর অনুচ্ছেদ ১৩ তে বর্ণিত শর্তের আলোকে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ