শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আগামী উন্নত বিশ্বের জন্য যুব সমাজকে গড়ে তুলতে হবে -পুলিশ সুপার মাগুরা

মাগুরা সংবাদদাতা : আগামী উন্নত বিশ্বের জন্য যুব প্রজন্মকে গড়ে তুলতে হবে। আর এ জন্য দেশ থেকে মাদক সন্ত্রাস ও দূর্নীতি নির্মূল করতে সবাইকে এগিয়ে আেসতে হবে। মাগুরা পুলিশের আয়োজনে মাদক সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি কল্পে গৃহীত কর্মসূচির আওতায় সোমবার দুপুওে মাগুরা সদও থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মাগুরার পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান এ কথা বলেন। মাগুরা সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান বলেন , মাগুরার শালিখা থানাকে সন্ত্রাস এবং মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে। অচিরেই অপর তিন থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত ঘোষণা করা হবে। আর এ জন্য পুলিশ কাজ কওে যাচ্ছে। তিনি পুলিশের উদ্যোগকে বাস্তবায়ন করতে মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সাথে জনগণের সহযোগিতা কামনা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ