শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফেনীতে ফুটপাত দখলমুক্ত বদলে গেছে রাজাঝির দীঘির পাড়ের দৃশ্যপট

ফেনী সংবাদদাতা : ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোডের রাজাঝির দীঘির পাড়ের চিরচেনা দৃশ্যপট বদলে গেছে। জেলা প্রশাসনের ঘোষনা অনুযায়ী শুক্রবার রাতে হকার উচ্ছেদ করায় ফুটপাতের চেনা চিত্র আর নেই। শনিবার সরেজমিনে দেখা গেছে, নেই অন্যদিনের মধ্যে তো কোলাহল। জমজমাট বেচাকেনাও নেই। দীর্ঘদিন অবৈধ দখলদারদের দখলে থাকায় পথচারী চলাচলে বিড়ম্বনার শিকার হন। ফেনী সরকারি কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অস্বস্তিতে পথ চলতে হয়। ফেনী শহরের রাজাঝির দীঘি ও বিজয়সিংহ দীঘির সৌন্দর্য বর্ধনে বন ও পরিবেশ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দেয়। এর অংশ হিসেবে রাজাঝির দীঘিতে ওয়াকওয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। একাধিকবার অভিযান চালিয়ে দীঘিরপাড় হকারমুক্ত করা হয়। কিন্তু বেশিদিন তা টিকেনি। গত ৫ দিন আগে ১০ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দীঘির সৌন্দর্য বর্ধনে দীঘির পাড় দখলমুক্ত করার ঘোষণা দেন স্বয়ং জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

অনলাইন আপডেট

আর্কাইভ