শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিএসপিএ’র নতুন লোগো উন্মোচিত

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। বেলা সাড়ে ১২টায় বিএসপিএ কার্যালয়ে নতুন লোগো উন্মোচন করেন বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। বিএসপিএ’র অগ্রজ এবং অনূজ সদস্যদের উপস্থিতিতে লাল-সবুজ লোগোটির আত্মপ্রকাশ ঘটে। যুগের সঙ্গে তাল মেলাতেই গত জানুয়ারি মাসে বিএসপিএ তার বার্ষিক সাধারণ সভায় লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এই লোগোর মধ্য দিয়ে ক্রীড়ার সঙ্গে ক্রীড়া সাংবাদিকতা ও লেখালেখির যোগসূত্র ঘটানো হয়েছে। লোগোর লাল-সবুজ রঙ দিয়ে বোঝানো হয়েছে বাংলাদেশের পতাকা। 

অনলাইন আপডেট

আর্কাইভ