শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইউপি সদস্য অপহরণ থানায় অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসমাইল (৪২) কে শুক্রবার রাত ৮ ঘটিকার সময় চাতরী চৌমুহনী বাজার থেকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার তদন্ত করছে বলে জানিয়েছে। আনোয়ারা থানায় লিখিত অভিযোগে জানা যায়, গত শুক্রবার ৮ ঘটিকার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য স্থানীয় ৪/৫ জন বাসিন্দাসহ চট্টগ্রাম শহরের ভূমিমন্ত্রীর বাসভবনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সিএনজি অটোরিক্সা যোগে বাড়ী থেকে সন্ধ্যা ৭ টা দিকে চাতরী চৌমুহনী পৌঁছলে একজন অপরিচিত ব্যক্তি ইসমাইল মেম্বারকে ডেকে নিয়ে কথা বলার ফাঁকে দ্রুত একটি মাইক্রোবাসে উঠিয়ে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে ইসমাইল মেম্বার এর মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে। ইসমাইলের ছোট ভাই ওসমান গণি জানায়, তাদের সন্দেহ স্থানীয় একটি গ্রুপ ইসমাইলকে অপহরণ করতে পারে। তারা এ ব্যাপারে ভূমি মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে জানিয়েছে। তিনি আরো বলেন তার ভাইকে উদ্ধারে দ্রুত পুলিশি হস্তক্ষেপ চাই। ঘটনার পর থেকে পুরো পরিবারের সবাই উদ্বেগ  উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানায়, বর্তমানে তিনি ঢাকায় আছেন। এ ঘটনায় শনিবার ইউনিয়ন পরিষদে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২ জন ইউপি সদস্য অংশগ্রহণ করে। তারা দ্রুত ইউপি সদস্য ইসমাইলকে উদ্ধার করে ঘটনার রহস্য উম্মোচন করে জড়িতদের শাস্তির দাবি করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানায়, ইউপি সদস্য ইসমাইলকে অপহরণ করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ