শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

প্রাথমিক শিক্ষা সমাপনীতে ফেল দেখানোয় পুনঃনিরীক্ষণের আবেদন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ইলিয়টগঞ্জ সানশাইন কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের ৫ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মাহিন ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। তার রোল ৬৫৩৪, শিক্ষার্থী আইডি নং ১১২০১৮৪০৬০৫০৬৫৩৪, ফলাফল মার্কশীটে একমাত্র ধর্ম ও নৈতিক শিক্ষায় ২১ নাম্বার দিয়ে তাকে ফেল দেখানো হয়। এছাড়া প্রতিটি বিষয়ে মাহিন এ+ লাভ করে। ফেল বিষয়টি পুণঃনিরীক্ষণের জন্য তার বাবা মোহাম্মদ মহসিন ডিপিইউও বরাবরে আবেদন করলে কর্তৃপক্ষ বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য উপজেলা শিক্ষা অফিসকে চিঠি পাঠায়। পরে সংশ্লিষ্ট খাতা পরীক্ষক-নিরীক্ষক ও উপজেলা শিক্ষা অফিসের দায়িত্ব প্রাপ্তদের ডিপিইউও কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সর্বশেষ গত মার্চ মাসের ৪ তারিখে একটি প্রতিবেদন ডিজি কার্যালয়ে পাঠানো হয়। এদিকে খাতা পরীক্ষক ফেরদৌসি আক্তার জানান, মাহিনের খাতায় হাতের লিখার কিছুটা পরিবর্তন দেখা গেলেও পুরো টিম পর্যালোচনা করে কোনো অনিয়মের সন্ধান পায়নি। সে আলোকে একটি প্রতিবেদন মহা পরিচালক (ডিজি) কার্যালয়ে, ডিপিইউও কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রত্যাশায় মাহিনের বাবা মোহাম্মদ মহসিন ও মাতা নিলুফা আক্তার প্রতীক্ষার প্রহর গুণছে।

অনলাইন আপডেট

আর্কাইভ