শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

নুসরাত হত্যার আসামীদের শাস্তি সুনিশ্চিত করা হবে -স্পিকার

রংপুর অফিস : জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন নুসরাত হত্যা মামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করা হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির ব্যাপারে ইতোমধ্যে সকল পদক্ষেপ নেয়া হয়েছে। 
গতকাল সোমবার বিকেলে  রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, 'নুসরাতকে যারা আগুন দিয়ে হত্যা করেছে। যারা হত্যার পরিকল্পনা করেছে, ইতোমধ্যেই অনেক আসামিদের গ্রেফতার করা হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) ও উপসচিব ডি এম আতিকুর রহমান, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের জব প্লেসমেন্ট ও ভোকেশনাল স্পেশালিস্ট রফিকুল ইসলাম। স্পিকার বলেন, 'সরকার দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে কাজ করছে। সবাইকে নিয়ে দেশের উন্নয়ন ধারাবাহিকতা এগিয়ে নিতে হবে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের আরও উদ্যোগী হতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হতে প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা যুব সমাজকে উন্নয়নের মূল চালিকা শক্তি হসেবে ব্যবহার করতে চাই। এজন্য দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তথ্য প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ নিতে হবে।' অনুষ্ঠানে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের ৪০ জনকে সনদ ও বিদেশ গমনে ইচ্ছুক ৫ নারীকে চাকরির নিয়োগপত্র দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ ম-ল প্রমুখ।    

অনলাইন আপডেট

আর্কাইভ