শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

স্বাস্থ্য সেবা সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে

কাহালু (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য সেবাসহ মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সুষ্ঠু ও বাস্তবমুখী প্রদক্ষেপে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সর্বক্ষেত্রে ব্যপক সাফল্য অর্জন হয়েছে। এখন বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশের কাতারে। দেশকে উন্নত দেশের কাতারে নিতে সকলের সহযোগীতা দরকার। দেশকে ও দেশের মানুষকে এগিয়ে নিতে সরকারের সকল কর্মকান্ডে জনসাধারনের সহযোগিতার প্রয়োজন। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা আগামীতে উন্নত বাংলাদেশ বিনির্মাণে পথে যাত্রা শুরু করবো। কাহালুর  দুর্গাপুরে এলজি এসপি প্রকল্পের অর্থায়নে নবনির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য একথা গুলো বলেন। অনুষ্ঠানে দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সামির হোসেন মিশু, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, এলজি এসপি প্রকল্পের মাধ্যমে ছোট-খাটো কাজের পরিবর্তে ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণ করায় অনুষ্ঠানে অতিথি বৃন্দ ও সুধীজন উপজেলা নির্বাহী অফিসার ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যানের প্রশংসা করেন। অনেকে মন্তব্য করেছেন  ৯ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে এলজি এসপি’র এত বড় প্রকল্প বাস্তবায়ন এটা একটা বিড়ল ঘটনা। এদিকে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়,  প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন, হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরন, তাঁতীদের মাঝে তাঁত সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক। এছাড়াও উপজেল ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের জন্য সামগ্রী প্রদান, ৬১ টি বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড বক্স প্রদান করেন তিনি। তিনি কাহালু সরকারির মহাবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সততা স্টোরের উদ্বোধন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ