শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার পোড়াদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভাষা শেখ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দবিাগত রাতে পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত ভাষা শেখ পোড়াদহ এলাকার আব্দুল গণি শেখের ছেলে। পোড়াদহ বাজারে তার একটি চায়ের দোকান আছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পারিবারিক কলহের জের ধরে ভাষা শেখের আত্মীয় বাদশা (২৬) রাতে  কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক ভাষা শেখকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এই ঘটনায় অভিযুক্ত বাদশা পলাতক রয়েছেন। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, পরকীয়ার সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। কিছুদিন আগে বাদশার স্ত্রীকে প্রতবিশেী নিয়ে উধাও হয়। এর জের ধরইে অন্তদ্বন্দ্ব চলে আসছিলো। এরই ধারাবাহকিতায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ