শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আনোয়ারায় এরশাদ আলী সরকারের বলী খেলা আজ

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারায় ঐতিহ্যবাহী এরশাদ আলী সরকারের বলী খেলা আজ বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে  তৈলারদ্বীপ-বারখাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকাজুড়ে বসবে বৈশাখী মেলা। শত বছরের এ মেলাকে ঘিরে আনোয়ারা তথা দক্ষিণ চট্টগ্রামে চলছে উৎসবের আমেজ। প্রতিবছরের ৪ বৈশাখ এ মেলা অনুষ্ঠিত হলেও মূলত একদিন আগ থেকে শুরু হয়ে পরের দিন পর্যন্ত এর আনুষ্ঠানিকতা চলে। মঙ্গলবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। মেলা কর্তৃপক্ষ জানায়, বাঙালির সংস্কৃতিকে লালন ও ধারণ করে এই অঞ্চলের সাধারণ মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতে জমিদার এর্শাদ আলী সরকার এই মেলার প্রচলন করেন। তারই ধারাবাহিকতায় ১২৯ বছর ধরে এই মেলা বৈশাখের ৪ তারিখ অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় নাগরদোলা, হস্তশিল্প, আসবাবপত্র, কৃষিজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, নিত্য প্রয়োজনীয় মালামালসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। মেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ বলেন, মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও দেশের খ্যাতনামা বলীরা খেলায় অংশ নেবেন। মেলাকে ঘিরে এলাকাবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনার শেষ নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ