শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লোকমান হোসেন ফকিরের ২৮তম মৃত্যু বার্ষিকী পলিত

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: “আবার জমবে মেলা বটতলা হাট খোলা, আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা” এরুপ অসংখ্য জনপ্রিয় সংগীতের রচয়িতা দেশ বরেণ্য গীতিকার, সুরকার, কন্ঠ শিল্পী ও শিক্ষানুরাগী লোকমান হোসেন ফকিরের ২৮তম মৃত্যু বার্ষিকী টাঙ্গাইলের ভূঞাপুরে গতকাল মঙ্গলবার লোকমান হোসেন ফকির মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে দায়সারা ভাবে পালন করা হয়। অনুষ্ঠান মঞ্চে ছিলনা কোন ব্যানার, মাইক, বক্তব্যের এক পর্যায়ে গভর্নিং বডির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন এই গুনিজনের মর্যাদা দিতে আমরা ব্যর্থ হয়েছি, যার নামে এই কলেজ সেই ব্যক্তির মৃত্যু দিবস এত অবহেলায় পালিত হবে আমরা ভাবতেও পারিনি।
এসময় অধ্যক্ষ এসব অব্যস্থাপনার জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করেন। অল্প কয়েক জন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানি রতন , গভর্নিং বডির সদস্য সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার , হাসান সরোয়ার লাভলু, মো: নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুল বাছেদ প্রমুখ। পরে লোকমান হোসেন ফকিরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ২১শে পদক প্রাপ্ত প্রয়াত লোকমান হোসেন ফকির টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামে ফকির পরিবারে ১৯৩৪ সালে ২২ অক্টোবর জন্ম গ্রহন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ