শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অদম্য ইচ্ছা আর পরিশ্রমে নিজদেরকে যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তোলার তাগিদ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেডিকেল কলেজে এমডি ও এমএস রেসিডেন্সি এবং ডিপ্লোমা ও এমফিল কোর্স প্রশিক্ষণার্থীদের উদ্দেশে চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন কঠোর পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করে না। কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে নিতে হয়। তাই এই কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষর্ণার্থীদের সফল হওয়ার অদম্য ইচ্ছা আর পরিশ্রমের মাধ্যমে নিজদেরকে যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহবান জানান মেয়র। গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের এমডি/এমএস রেসিডেন্সি মার্চ ২০১৯ সেশন এবং ডিপ্লোমা/এমফিল জুলাই ২০১৮ সেশনের কোর্স প্রশিক্ষণার্থীদের ইন্ডাকশন এবং রিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন। পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজের বীর উত্তম শাহ আলম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। ডাঃ সাইফুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডাঃ মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অশোক কুমার দত্ত, কোর্স ডিরেক্টর অধ্যাপক ডাঃ সুযত পাল, ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনোয়ারুল হক শামীম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নূর হোসেন ভুঁইয়া শাহীন, স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহানারা চৌধুরী, বিএমএ চট্টগ্রাম শাখার যুগ্ম সম্পাদক ডাঃ রবিউল করিম, চট্টগ্রাম বিএমএর সাংগঠনিক সম্পাদক ডাঃ মুইজ্জল আকবর চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ আবুল হোসেন শাহীন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপকবৃন্দ, বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কোর্সের গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরেন অধ্যাপক ডাঃ নুর হোসেন ভুঁইয়া শাহীন। পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা এবং বিগত সময়ে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশনের বিভিন্ন কর্মকা- তুলে ধরেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ সাইফ উদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন শিক্ষালয়, কর্মস্থল, পেশাজীবন ও খেলাধুলাসহ জীবনের সর্বত্রই অনেক প্রতিভাবান লোক রয়েছে। এক্ষেত্রে প্রতিভা দিয়ে সফলতা অর্জন করা যায় না। সফলতার জন্য প্রতিভার সাথে প্রয়োজন ধৈর্য, প্রচন্ড ইচ্ছাশক্তি ও পরিশ্রম। একাগ্রচিত্তে পরিশ্রম করে যান সফলতা একদিন আপনার দরজায় কড়া নাড়বে। বড় অর্জনের জন্য যতটা সম্ভব কঠোর পরিশ্রম করা জরুরি। সময়ের সঙ্গে  বাস্তব কাজের জ্ঞান ও দক্ষতা মানুষকে অভিজ্ঞ করে তোলে। নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তুলতে একাগ্রতার বিকল্প নেই। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যায়নরত সকল পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবী দাওয়া এবং নানান সমস্যা নিরসনে আশ্বাস দেন মেয়র।

অনলাইন আপডেট

আর্কাইভ