বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আনোয়ারায় ঝুঁকিপূর্ণ ভবনের পাশেই চলছে পাঠদান ॥ আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা

এস,এম, সালাহ্ উদ্দীন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনের পাশেই চলছে শিক্ষা কার্যক্রম ও পাঠদান। ভবনের জরাজীর্ণ দশায় যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এতে করে শিক্ষার্থীরা যেমন আছে আতঙ্কে তেমনি অভিভাবকরাও আছে দুশ্চিন্তায়। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোন সুফল পায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বিদ্যালয়টিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। জানা যায়, ১৯৮৫ সালে সাইক্লোন সেল্টার কাম স্কুল ভবন হিসেবে এই ভবনটি নির্মাণ করে সরকার। ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়লে সরকারিভাবে মেরামত করা হলেও নি¤œমানের কাজের কারণে কিছুদিনের মধ্যে আবারও প¬াস্টার খসে পড়তে শুরু করে। বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা মনোয়ারা সুলতানা জানান, পুরাতন ভবনটি অত্যান্ত ঝুঁকিপুর্ণ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাশের ভবনে ক্লাস করলেও ঝুঁকির শঙ্কা থেকেই যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনটি টেন্ডারের প্রক্রিয়া করছে। এছাড়াও দীর্ঘ দিনের পুরাতন ভবনটি ঝুকিপূর্ণ হয়ে দেওয়ালের প্রায় চতুর্দিকে ফাটল ধরেছে, সিঁড়ির একাংশ ভেঙ্গে পড়ে আবার ছাঁদের প¬াস্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে। যেকোন সময় প¬াস্টার খসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিস কুমার আচার্য জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ হয়ে গেছে। আমরা ভবন টেন্ডার প্রক্রিয়ার ব্যবস্থা করছি। আগামী এক মাসের মধ্যে এটি ভাঙ্গার ব্যবস্থা করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ