শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসায় শবে বরাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সম্প্রতি পবিত্র শবে বরাত উপলক্ষে ২০ এপ্রিল ৩/১৪ ব্লক জি লালমাটিয়াস্থ আদর্শ ইসলামী মিশন মহিল কামলি এম.এ মাদরাসা ও জৈনপুরী দরবার শরীফে এবং ২১ এপ্রিল মোহাম্মদপুর (টাউনহল) বাজারস্থ ইত্যাদি এন্টার প্রাইজ প্রাঙ্গনে ওয়াজ ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তাফসীর, দোয়া ও বাইয়াত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। আলহাজ্জ ডা: মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ইত্যাদি এন্টার প্রাইজের মালিক মোঃ মেহেদীর সার্বিক পরিচালনায় এবং খন্দকার আলী আখতারের সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে ওয়াজ করেন প্রফেসর মাওলানা সোহরাব হোসেন, মাওলানা ডা: আবদুছ ছবুর কামাল ও মাওলানা তোজাম্মেল হক প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন শেখ জহির আহমেদ, খোরশেদ আলম চৌধুরী প্রমুখ। তাফসীর কালে পীর সাহেব শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও বৈশিষ্ট বর্ননা প্রসঙ্গে বলেনঃ শবে বরাত অর্থাৎ-মুক্তির রাত, নাজাতের রাত, বরাদ্দের রাত,গুনাহ মাফের ও রহমাতের রাত ইত্যাদি। তাফসীরে বাগাবীর ৭ম খন্ড তাফসীরে জালালাইনে আল্লামা সিউতী (র:) থেকে বর্নিত আছে নিছফে সাবান অর্থাৎ মধ্য শাবানের রাত্রে লাউহে মাহফুজ থেকে পূর্ন কুরআন প্রথম আসমানে নাজিল হয় এবং লাইলাতুল কদরের রাত্রে প্রথম আসমান থেকে সুরায় ইকরার মাধ্যমে প্রিয় রাসুল (স:) এর নিকট প্রয়োজনমত ২৩ বৎসর ধরে ৩০পারা কুরআন নাজিল হয়। এতে বুঝাগেল যে কুরআন দুইবার নাজিল হয় প্রথম শবে বরাতের রাত্রে লাউহে মাহফুজ থেকে পূর্ণ কুরআন প্রথম আসমানে এবং দ্বিতীয় বার রমজান মাসে শবে কদরের রাত্রে প্রথম আসমান থেকে নবীজি (স:) এর উপর বিভিন্ন ঘটনা বলির পরিপ্রেক্ষিতে কুরআন নাজিল হইতে থাকে। হযরত আয়শা (র:) বলেন, এই রাতে রাসুল (স:) আমাকে ডেকে বলেন হে আয়শা তুমি কি জান আজ কোন রাত? আজ হলো সাবানের মধ্য রাত্রি। এই রাত্রে আল্লাহ তাহার বান্দাদের প্রতি রহমতের ডানা বিছাইয়া দেন। বনি কালব গোত্রের ভেড়া বকরির পালের পশমের সমান সংখ্যক পাপিকে আল্লাহ ক্ষমা করিয়া দেন। তিরমিজি শরিফ দ্রষ্টব্য। এই রাত্রে মুশরিক এবং হিংসুকের পাপ ক্ষমা হয়না হাদিছে বায়হাকি। রাসুল (স:) বলেন ১৫ তারিখ যারা রোজা রাখবে তাদেরকে দোজখের আগুন স্পর্শ করবেনা। আবু দাউদ। অন্য হাদিসে আছে যারা ১৩,১৪,১৫এই তিনটি রোজা রাখবেকিয়ামতের দিন তাহাদের জন্য বেহেস্থের উট পাঠান হইবে। অতএব সকল মুসলিম নর নারিকে শবে বরাতে এবাদত বন্দেগিতে মগ্ন হওয়ার জন্য জৈপুরী পীর সাহেব আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ