শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সহজভাবে কোরআন পড়তে মাসজিদুল হারামের নতুন অ্যাপ চালু

শায়খ আবদুর রহমান আস-সুদাইস আনুষ্ঠানিকভাবে অ্যাপটি (এআর) উদ্বোধন করেন

২৬ এপ্রিল, এসপিএ : আসন্ন রমজান উপলক্ষে পবিত্র বাইতুল্লাহ এবং মদিনার মসজিদে নববীতে চলছে বিশেষ প্রস্তুতি। রমজানে মুসল্লিদের কোরআন তিলাওয়াত সহজ করতে এবার বিশেষ অ্যাপ চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ। প্রযুক্তির সহায়তায় সহজভাবে কোরআন পড়া ও বোঝা আরও সহজ করবে নতুন এ অ্যাপসটি।

 ‘মাসহাফুল হারামাইন’ নামে এ অ্যাপসটির মাধ্যমে পড়ার পাশাপাশি কোরআনের তাফসির ও আনুষঙ্গিক বিষয়গুলো জানা যাবে।

বুধবার হারামাইন শরিফের কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইস আনুষ্ঠানিকভাবে অ্যাপটি (এআর) উদ্বোধন করেন।

পবিত্র এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। মাসজিদুল হারামের এ অ্যাপসটি পবিত্র কোরআনের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যাপসটিতে দেখে দেখে কোরআন তিলাওয়াতের সময় ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কোরআনের কপি ও পৃষ্ঠা নম্বর দেখা যাবে। পাশাপাশি প্রতিটি আয়াতের সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও প্রদর্শিত হবে। এর সঙ্গে কুরআনের শাব্দিক অর্থের জন্য একটি সহজ বইও সংযুক্ত করা আছে অ্যাপসটিতে। ভিশন-২০৩০ সামনে রেখে সৌদি সরকার হারামাইন শরিফের ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। সৌদি বাদশাহ ও হারামাইন শরিফাইন পরিচালনা পর্ষদের একান্ত আগ্রহে বানানো এ অ্যাপটির চমৎকার একটি দিক হচ্ছে, পাঠক শায়খ আবদুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তারতিলের সঙ্গে কোরআন তিলাওয়াত শুনতে পাবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ