বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মোদির কপ্টার তল্লাশি করা কর্মকর্তার বরখাস্তাদেশ বাতিল করলো নির্বাচন কমিশন

২৬ এপ্রিল, হিন্দুস্তান টাইমস : অন্য একজন নির্বাচনী কর্মকর্তাকে উড়িষ্যা পাঠিয়ে ঘটনা খতিয়ে দেখেই মোহাম্মদ মহসিনকে দেয়া সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। তবে তিনি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না বলে ভারতের নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা গত বৃহস্পতিবার জানান। 

নির্বাচন কমিশনের ২০১৪ সালের আদেশ অনুযায়ী এসপিজির নিরাপত্তায় থাকা কোনো ব্যক্তিকে তল্লাশীর সময় ওই বাহিনীকে সঙ্গে রাখা যাবে না। কিন্তু মহসিনকে এই প্রক্রিয়াটি অনুসরণ করার জন্যই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিলো। তবে আদেশটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাখা হয়নি।

মহসিন কর্ণাটকে ১৯৯৬ এর ব্যাচে আইএএস কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। গত ১৬ এপ্রিল তিনি উড়িষ্যায় জেনারেল নির্বাচনী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্তব্য পালনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার যথাযথ প্রক্রিয়ায় তল্লাশী না করার অভিযোগে মহসিনের বিরুদ্ধে কর্ণাটক প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, মোদীর কপ্টার তল্লাশীর সময় বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজিকে ঘটনাস্থলে রাখা হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ