শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিশ্বকাপে স্টেইনকে পেতে আশাবাদী দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে চোটে পড়েছেন ডেল স্টেইন। তাতে ইংল্যান্ডের প্রতিযোগিতায় তার খেলা নিয়ে জন্মেছে সংশয়। যদিও ৫০ ওভারের বিশ্ব আসরে দক্ষিণ আফ্রিকা তাদের পেসারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকলেও চূড়ান্ত মঞ্চে গিয়ে ‘পেছনের বেঞ্চের ছাত্র’ হয়েই আছে প্রোটিয়ারা। এখনও পর্যন্ত ফাইনাল খেলার সুযোগ হয়নি তাদের। অতীতের হতাশা ঝেরে নতুন আরেকটি আসরে নামার অপেক্ষায় দলটি। কিন্তু ইংল্যান্ডের প্রতিযোগিতায় নামার আগেই ধাক্কা খেয়েছে স্টেইনের চোটে। অভিজ্ঞ এই ক্রিকেটার নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলার সময় কাঁধে চোট পেয়ে কুড়ি ওভারের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে স্টেইনের। নাথান কোল্টার-নাইলের চোটে বেঙ্গালুরুতে যোগ দিয়ে তিনিও একই কারণে ছিটকে গেছেন। একই সঙ্গে সংশয়ে পড়ে গেছে তার বিশ্বকাপে খেলা। যদিও দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি আশাবাদী তাদের পেসারকে বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে। ইতিমধ্যে কাঁধ বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী স্টেইন কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে মুসাজি বলেছেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর তার ডান কাঁধে চোট পাওয়া গেছে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, ১৯ মে দলের দেশ ছাড়ার আগে আমাদের প্রধান কাজ হলো তাকে (স্টেইন) পুরোপুরি ফিট করে তোলা।’ সঙ্গে যোগ করেছেন, ‘স্টেইন তার মাঠে ফেরা ও সেরে ওঠার ব্যাপারে কথা বলেছেন কাঁধ বিশেষজ্ঞর সঙ্গে। আমরা আশাবাদী।’ চোটের কারণে প্রায় দুই বছর ওয়ানডে থেকে বাইরে ছিলেন স্টেইন। কাঁধ, হ্যামস্ট্রিং ও পায়ের চোটে লম্বা সময় পর গত বছরের অক্টোবরে মাঠে ফেরেন তিনি। দক্ষিণ আফ্রিকার ১৫ জনের চূড়ান্ত বিশ্বকাপ দলেও জায়গা নিশ্চিত করেন ২০১১ ও ২০১৫ সালের আসরে খেলা এই পেসার। ২০১৯ সালের বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ৩০ মে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা। ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ