শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দর্শনা কেরু চিনিকলে দু’দিনব্যাপী এমডি’দের নিয়ে মূল্যায়ন সভা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : গত শনিবার দেশের ঐতিহ্যবাহী দর্শনার কেরু চিনিকলের ট্রেনিং কমপ্লেক্সে দুইদিন ব্যাপী আখ রোপন, ঋণ বিতরন কর্মকান্ডের মূল্যায়ন ও আলোচনা সভার উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয়) ও বাংলাদেশ চিনি ও  খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আশম ইমদাদুদ দস্তগীর বেলা ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেরু চিনিকলের এম ডি প্রকৌশলী এনায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- চাষীদের মধ্যে ঋণ বিতরন ও আখ চাষের গুরুত্ব বিষয়ে আলোচনা করার সময় যথেষ্ঠ আন্তরিক ও সহনশীলভাব থাকতে হবে। মনে রাখতে হবে আখ চাষীরাই মিলের কাঁচামাল তৈরির মুল কারিগর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন  পরিচালক (সিডিআর) মোশারফ হোসেন, প্রধান সিপি আকতার হোসেন, প্রধান টি এস সামসুল হক। এ ছাড়া ফরিদপুর, মোবারকগঞ্জ, কুষ্টিয়া ও কেরু চিনিকলের এমডি সহ ৪টি চিনিকলের প্রায় ৫০জন বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তাগণ এ মূল্যায়ন সভায় উপস্থিত ছিলেন। মাত্র ২০দিন আগে দায়িত্ব নেয়া নবাগত করপোরেশন চেয়ারম্যান আশম ইমদাদুদ দস্তগীর কেরু চিনিকলে এসে পৌঁছলে কেরু চিনিকলের শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি মো.তৈয়ব আলী ও  সাধারন স¤পাদক মাসুদুর রহমান সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ