বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

হকারদের বসার জায়গা চিহ্নিত করে দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন রমযান মাসে হকারদের শৃংখলা আনায়নের লক্ষে অস্থায়ীভাবে নগরীতে ব্যবসারত ৮ হাজার ৪ শত ৯৯ জন হকারের মধ্যে কে কোন স্পটে বসবে তা নির্ধারণ করবে হকার নেতৃবৃন্দ। এক্ষেত্রে নগরীর বিভিন্ন স্থানে হকাদের বসার স্থান সাইজসহ মার্কিং করে দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিকেল ৫টা পর হকাররা নগরী ফুটপাতে বসবেন এবং ফুটপাতের এক্িট অংশ জনসাধারণ চলাচলের জন্য উম্মুক্ত রাখতে হবে।
পবিত্র রমযান মাসে সাধারণ মানুষের ভোগান্তি দুরীকরনস্হ রমযান মাসে হকারদের শৃংখলায় আনার লক্ষ্যে চট্টগ্রাম  সিটি কর্পোরেশনের মেয়র   আ.জ.ম.নাছির উদ্দীনের সাথে গত  সোমবার রাতে সিটি কর্পোরেশন কনফারেন্স হলে চট্টগ্রাম নগরীর হকার্স নেতৃবৃন্দের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চসিকের পক্ষ থেকে তালিকাভুক্ত হকারদের আইডি কার্ড এবং প্রতিজন হকারকে ১টি করে ছাতা প্রদান করা  হবে । তালিকাভুক্তি হকারদের সাথে তাদের কোনো আত্মীয় স্বজন সংযুক্ত হতে না পারে,  সেই লক্ষে আইডি কার্ডে নম্বর থাকবে সেই নম্বর অনুযায়ী মাকিং করা স্থানে বসে ব্যবসা করবে । এছাড়া রাত ১১ টার পর তারা তাদের ছাতাসহ সকল মালামাল নিজ হেফাজতে নিয়ে নেবে। এই সময়ের পর চসিক পরিচ্ছন্ন কর্মীরা ময়লা - আর্বজনা অপসারণে দায়িত্ব পালন করবে । বর্তমানে ফুটপাতে যে চৌকি আছে ঐ সময়ে ফুটপাতে কোনো ধরণে চৌকি থাকতে পারবে না। তবে চাকাযুক্ত নিদিষ্ট সাইজের চৌকি থাকবে। যে সময়টা নির্ধারণ করা হবে সেটা তাদেরকে অব্যশ্যই মেনে চলতে হবে। হকারদের কার্যক্রম সিটি মেয়রের প্রতিনিধি হিসেবে দু”জন কাউন্সিলর দেখভাল করবেন। তারা হলেন কাউন্সিলর তারেক সোলেয়মান সেলিম ও হাসান মুরাদ বিপ্লব। নির্ধারিত সময়ানুযায়ী শুধুমাত্র রমজান মাসে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ,শুক্রবার ও শনিবারসহ সরকারি বন্ধের দিনে পূর্ণ দিবস এবং বাকী দিনগুলোতে বিকেল ৫টার পর হকাররা নগরী ফুটপাতে ব্যবসা করতে পারবে । এছাড়া ভাসমান ভ্যানগাড়ীতে করে তরকারী পোষাক,জুতা,ইলেকট্রিকসহ বিভিন্ন মালামাল বিক্রেতাকারীদেরকে একটি নীতিমালা মধ্যে আনায়নের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট বিক্রেতাদের বসার সময় নির্ধারণ করার পাশাপাশি তাদেরকে পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্স দেয়া হবে । একই সংগে ভ্যানগাড়ীতে করে যেসব বিক্রেতা পণ্য বিক্রয় করেন তাদেরকে ভ্যানে পন্যের তালিকা ও মূল্য টাঙিয়ে রাখতে হবে। এইসব ভ্যান রাস্তায় দাড়িয়ে কোনো পণ্য সামগ্রী বেচাঁ-কেনা করতে পারবে না। তারা অলি-গলির মধ্যে তাদের পণ্য সামগ্রী  বেচা- কেনা করতে পারবে।
বৈঠকে কাউন্সিলর তারেক সোলাইমান  সেলিম, হাসান মুরাদ বিপ্লব, স্পেশাল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস ও চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন এর সভাপতি মো. মিরন হোসেন মিলন, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি সভাপতি- নুরুল আলম লেদু, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি সাধারণ সম্পাদক- মো. শফিকুর রহমান শফি, চট্টগ্রাম সিটি হকার্স লীগ সমিতি  সভাপতি- মো. হারুন, সাধারণ সম্পাদক- মো.আজগর আলী, টেরী বাজার আন্দরকিল্লা হকার্স সমিতি সাধারণ সম্পাদক- মো. লোকমান হাকীম, চট্টগ্রাম হকার্স লীগ সাধারণ সম্পাদক- মো. হারুন,  মেট্রোপলিটন হকার্স সমিতি সভাপতি- মো. নুরুল আমিন মিয়া, হর্কাস ফেডারেশন সাংগঠনিক সম্পাদক- মো. আবু বক্কর ছিদ্দিক, কর্ণেলহাট ইপিজেড হকার্স সমিতির সাধারণ সম্পাদক  হাসমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭মে থেকে পবিত্র রময়ান মাস শুরু হবে। এই সময়ে ব্যবসা বাণিজ্য করার লক্ষে মৌসুমী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই নগরে। ইতোমধ্যে  আসা শুরু হয়েছে। তারাই ফুটপাতের বেশীরভাগই জায়গা জুড়ে বসে। আর যেসব জায়গায় হকার বসে না সেই সব জায়গাজুড়ে নানাভাবে দখল হয়ে যায়। ফলে নগরবাসীর মধ্যে ভোগান্তি বাড়ার শঙ্কা জেগে উঠেছে। তাই আসন্ন রমযান মাসে নগরবাসী রাস্তায় ও ফুটপাতে স্বাচ্ছন্দে চলাচলের জন্য হকারদের মধ্যে শৃংখলা আনায়ন অতীব জরুরী। এই প্রসংগে মেয়র বলেন  এই বৈঠকের মাধ্যমে চসিক ও  হকারদের মধ্যে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা অবশ্যই প্রতিপালন করতে হবে। এর ব্যত্যয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন রমযান মাসে নগরবাসী যাতে নিবিঘ্নে চলাচল করতে পারে, সেব্যাপারে চসিক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি তাদেরকে সর্তক করে দেন।
শিশু শিক্ষার্থীর শলীল সমাধি
ফটিকছডেিত পুকুরে ডুবে সাইফুল ইসলাম নামের ১০ বছরের এক শিশু শিক্ষার্থীর শলীল সমাধি হয়েছে। মঙ্গলবার উপজেলার পূর্ব মাইজভান্ডার মনছপ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায, দুপুর আনুমানিক ১টার দিকে সাইফুল নানার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে অসতর্কতা বশত ডুবে যায়। এরপর তার নানার বাড়ির লোকজন পুকুরে তার শরীরের অর্ধেক অংশ ভাসতে দেখে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাইফুল গোপালঘাটা আদর্শ বাজারস্থ নুরুল হাজির বাড়ির সরোয়ার হোসেনের ছেলে। সে গোপালঘাটা আদর্শ বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সাইফুল এর মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ