ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী

সংগ্রাম অনলাইন ডেস্ক: যে আশঙ্কা করা হচ্ছিল, তাই হয়েছে। অবশেষে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফণী। এই ঝড়ের তাণ্ডব চলতে পারে আরও ৩ ঘণ্টা। ফনির ফলে গোটা জগন্নাথধাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে প্রশাসনের তরফে উচ্চ সতর্কতা জারি রয়েছে। 

ইতোমধ্যে আট লাখেরও বেশি মানুষকে উড়িশা উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিয়েছে সেখানকার সরকার। খবর আনন্দবাজার।

ওড়িশা পুরী, কেন্দ্রাপড়া, বালেশ্বর, ময়ূরভঞ্জ, গজপতি, কটক, জাজপুরসহ উপকূলবর্তী অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে সাইক্লোন সেন্টারে আপাতত রাখা হয়েছে। নৌবাহিনী, উপকূল রক্ষা বাহিনী এবং বির্পযয় মোকাবিলা বাহিনীর ৭৮টি দল ইতিমধ্যে উপকূলবর্তী এসব অঞ্চলগুলোতে পাঠানো হয়েছে।

ফণীর জেরে এখনও পর্যন্ত বাতিল ২৩৩টি ট্রেন। ওড়িশার পরেই পশ্চিবঙ্গে আসবে ঝড়।তারপর বাংলাদেশে।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ