ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ীতে পাটকল শ্রমিকদের অবরোধ

সংগ্রাম অনলাইন ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীর মোড় আজ মঙ্গলবার সকাল থেকে অবরোধ করে রেখেছেন কয়েক’শ পাটকল শ্রমিক। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের শ্রমিকরা লাঠি হাতে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেয়। এরফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেভয়াবহ যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা ডেমরা রোডে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।এর ফলে ঐ এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকেরা বলছেন, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বকেয়া বেতনের পাশাপাশি ২০১৫ সালে ঘোষিত সরকারি মজুরি কমিশন বাস্তবায়ন এবং বদলি শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবীও জানাচ্ছেন শ্রমিকরা।

লতিফ বাওয়ানী মিলের শ্রমিক আবদুর রাজ্জাক বলেন, আট মাস ধরে আমাদেরকে বেতন দেয়া হচ্ছে না। বেতন না পেয়ে কঠিন কষ্টে আছেন অনেকেই। করিম জুটমিলের শ্রমিক শামসুল হক বলেন, আজ প্রথম রোজার দিন। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। কীভাবে সংসার চালাবো?

 

অনলাইন আপডেট

আর্কাইভ