বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

তিন কোটি মানুষকে বাঁচাতে উপকূলীয় মন্ত্রণালয় গঠনের দাবি

চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির আয়োজনে ভয়াল ২৯ এপ্রিল স্মরণে বাদ এশা চট্টগ্রাম হযরত শাহ্ আমানত দরগাহ্ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে খতমে কুরআন, মিলাদ মাহফিল চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি আলহাজ লায়ন কমরুউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান এর চীফ্ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুল হক। এতে প্রধান বক্তা ছিলেন সমিতির উপদেষ্টা আলহাজ রহিম উল্লাহ। সমিতির সাধারণ সম্পাদক এম. হামিদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা  হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ লায়ন সানাউল্লাহ, হামিদ হোছাইন, এম. জাহাংগীর কবির চৌধুরী, এডভোকেট নাছির উদ্দিন,আনোয়ার হোসেন মানিক, সালাহউদ্দিন, মিনারুল ইসলাম, এনামুল হক বেলাল, ওলীদুল আজিম, হেলাল উদ্দিন, মোহাম্মদ রিদুয়ান, মোহাম্মদ নোমান জিহাদ ও মোহাম্মদ সাইফুদ্দিন ছিদ্দিকী প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ