ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনাল দেখতে চান আফ্রিদি

সংগ্রাম অনলাইন ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে সে ভাবে কেউ আশায় বুক না বাঁধলেও দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি কিন্তু পাকিস্তানকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। 

তার প্রত্যাশা, ‌'পাকিস্তানকে সেমিফাইনাল পর্যন্ত দেখছি। যদি ভালো হয়, ফাইনালেও দেখা যেতে পারে।'

তিনি মনে করেন এবারের পাকিস্তানের টিম গঠন খুব ভালো হয়েছে। 'আমার মনে হয়, পাকিস্তানের টিম কম্বিনেশন ঠিক হয়েছে।'

আবেগের মোহে কোনো কথা বলছেন না বলেই দাবি আফ্রিদির। বরং আফ্রিদির ব্যাখা, 'আমাদের ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব নিয়ে একটা সমস্যা ছিল। কিন্তু সাম্প্রতিক যদি পারফরম্যান্স দেখেন, তা হলে বুঝতে পারবেন, পাকিস্তান ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছে।' 

সম্প্রতি ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৪ হেরেছে পাকিস্তান। কিন্তু ঘটনা হল প্রায় সব ম্যাচেই ৩০০ প্লাস রান তুলেছে পাকিস্তান। বিশ্বকাপে টিমে জুনিয়র আর সিনিয়রের সঠিক ভারসাম্য বলে মনে করছেন আফ্রিদি। তিনি বলছেন, 'আমাদের টিমে অনেক অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে কিছু সিনিয়রকে বিশ্রাম দিয়ে তরণদের সুযোগ দেওয়া হয়েছিল।' 

যে বোলিংয়ের জন্য পাকিস্তান প্রসিদ্ধ, তা সাম্প্রতিক কালে তেমন আহামরি হচ্ছে না। যা মেনে নিয়ে আফ্রিদি বলেন, 'অনভিজ্ঞতার জন্যই ইংল্যান্ডে পাকিস্তানের বোলিং সমস্যায় পড়েছিল। কিন্তু এখন ওয়াহাব রিয়াজ, মোহম্মদ আমির, শাদাব খানরা এসে যাওয়ায় বোলিং বিভাগ অনেক শক্তিশালী হয়েছে। সব মিলিয়ে টিমের ভারসাম্য দারুণ। এটা নিয়ে কারও কিছু বলার নেই।'

আগামী ৩১ মে বিশ্বকাপে প্রথম লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।আফ্রিদি বলছেন, 'প্রথম কয়েকটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।'

অনলাইন আপডেট

আর্কাইভ