ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ভারতে নির্বাচনোত্তর সহিংসতায় মুসলিম যুবক গুলিবিদ্ধ

সংগ্রাম অনলাইন ডেস্ক: ভারতে ক্ষমতাসীন বিজেপি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পরদিন থেকে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক সহিংসতা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে।মুসলমানদের বিরুদ্ধে একের পর এক হামলার ঘটনা ঘটেই চলেছে।রবিবার বিহারের বেগুসরাই জেলায় নিজের মুসলিম নাম বলায় এবার গুলিবিদ্ধ হলেন এক মুসলিম যুবক। খবর দ্য হিন্দুর।

ঘটনার পর ওই মুসলিম ব্যক্তির এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার শিকার ওই যুবকের নামে মোহাম্মদ কাশিম।

জানা যায়, ব্যবসায়িক কাজে কাশিম তার মোটর সাইকেলে করে পাশের গ্রাম কুম্ভিতে যান। ওই গ্রামের রাজিব যাদব নামের এক ব্যক্তি তার নাম জিজ্ঞেস করেন। এসময় কাশিম তার নাম বললে যাদব তাকে গুলি করে এবং বলে তোমার পাকিস্তানে যাওয়া উচিৎ।

কাশিম আরো বলেন, রাজিব একবার গুলি চালানোর পর আবার তার বন্দুকে গুলি ঢোকাতে শুরু করে। এসময় আমি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে আসি।

এ ঘটনায় থানায় এফ এই আর দায়ের করেছেন কাশিম। পুলিশ যাবককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ