শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জয়পুরহাটে ইসলামিক ল’ ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে আইনজীবীদের সম্মানে ইফতার মাহফিল

জয়পুরহাট সংবাদদাতা : বাংলাদেশ ইসলামিক ল’ ইয়ার্স কাউন্সিল জয়পুরহাট শাখার উদ্যোগে আইনজীবীদের সম্মানে গতকাল আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ল’ ইয়ার্স কাউন্সিল জয়পুরহাট শাখার সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাউন্সিল এর প্রধান উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিল এর উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি এডভোকেট কাজী রাব্বিউল হাসান মোনেম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহানুর রহমান শাহীন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ, জাতীয়তাবাদী আননজীবী ফোরামের সভাপতি এডভোকেট গোলাম রব্বানী মুকুল, সাধারণ সম্পাদক এডভোকেট মোজাহেদুল ইসলাম রাজু, ল’ ইয়ার্স কাউন্সিল এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ প্রমুখ। রমযানের গুরুত্ব ও তাৎপর্যের উপর মূল আলোচনা করেন মোফাসসির হাফেজ মাওলানা রেজাউল করিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এটি এম মিজানুর রহমান, ল’ ইয়ার্স কাউন্সিল এর সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব আলী, এডভোকেট ফরিদুজ্জামান, এডভোকেট শহীদুল ইসলাম, এডভোকেট মজিবর রহমান, এডভোকেট খায়রুল আহসান সাখিদার জুয়েল, এডভোকেট ফজলুর রহমান, এডভোকেট মোজাহিদ আজিজ মনা, এডভোকেট মামুন কবীর লাবু, এডভোকেট লুৎফর রহমান, এডভোকেট আলমগীর কবীরসহ অন্যান্য আইনজীবীগণ।

প্রধান অতিথি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্ব অনেক তাই রমযান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা ও নায্য অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ