শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রতিক্রিয়ায় কী বলবেন জানেন না স্টোকস!

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১০৪ রানের ব্যবধানে। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলো তাদের শ্রেষ্ঠত্ব! বিশেষ করে বেন স্টোকসই ছিলেন তার জ্বল-জ্বলে উদাহরণ। তার নেওয়া অসাধারণ একটি ক্যাচই এখন চায়ের টেবিলে আলোচনার ঝড় তুলেছে। তবে ইংলিশ এই অলরাউন্ডার এমন ক্যাচ নেওয়ার পরেও ছিলেন ভাবলেশহীন। স্বাভাবিক কর্ম হিসেবে নিয়েছেন একে। যদিও স্টোকস এমন এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন, সেখানে তার পক্ষে ক্যাচ লুফে নেওয়াটা কঠিনই ছিলো। স্টোকস ছিলেন ডিপ মিড উইকেটে। আদিল রশিদের বলে আনদিলে ফেলুকোয়ায়ো যখন সজোরে মারলেন তখন স্টোকস উল্টো দিক দিয়ে দৌড়ে খানিকটা লাফিয়ে উঠেই ডান হাতে লুফে নেন সেই অসাধারণ ক্যাচ। অবশ্য এমন লাফানো ভঙ্গির পর ভারসাম্য রাখতে পড়ে যান মাটিতে। সাবেকদের কেউ কেউ তো একে অন্যতম সেরা ক্যাচ হিসেবেই দেখছেন। কিন্তু স্টোকস জানালেন তিনি আসলে জানেন না এমন ক্যাচের পর প্রতিক্রিয়ায় কী বলতে হয়, ‘এটা হতে পারতো স্বাভাবিক ক্যাচ। আমি যদি সঠিক জায়গায় থাকতাম তাহলে হতো, যদিও তা হয়নি। তবে এই জাতীয় ক্যাচ নেওয়া সহজ কথা নয়। যদি মনোযোগ না থাকে। আমাকে বলের দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হয়েছে। জানি না কীভাবে এর প্রতিক্রিয়া জানাবো।’এমন ক্যাচের পর তার মাঝে খুব বেশি উচ্ছ্বাস দেখা না গেলেও সমর্থকদের প্রতিক্রিয়া বেশ উপভোগ করেছেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ