ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

কোলকাতায় হতে যাচ্ছে বিফ ফেস্টিভাল

সংগ্রাম অনলাইন ডেস্ক: চলতি মাসের ২৩ তারিখ থেকে মধ্য কলকাতার সদর স্ট্রিটে শুরু হতে যাচ্ছে বিফ ফেস্টিভ্যাল বা গো-মাংস উৎসব।গরুর মাংসের নানান রকমের সুস্বাদু পদের আয়োজন থাকবে সেই উৎসবে।

ইতোমধ্যেই সোশ্যাল  মিডিয়ায় প্রচার শুরু করেছেন আয়োজকরা।একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে উৎসবটি প্রচারের ভারও দেওয়া হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিফ শব্দ নিয়ে প্রবল আপত্তি আসতে থাকে বিজেপির তরফ থেকে। অনেক ক্ষেত্রেই তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায় বলে অভিযোগ।

বাধ্য হয়ে উৎসবের নাম বিফ ফেস্টিভালের জায়গায় বিপ ফেস্টিভাল করা হয়।এতে আরো বেশি সাড়া পাওয়া যায় বলে দাবী আয়োজকদের।

আয়োজক সংস্থার প্রধান অর্জুন কর সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন ডানপন্থী সংগঠন পরিচালিত পেজ এবং আরও বেশ  কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আমার নাম এবং মোবাইল নম্বর শেয়ার করা হয়। আর তারপর আমি বেশ কিছু ফোনও পাই। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে নাম পরিবর্তন ছাড়া আর কোনও উপায় ছিল না। 

তিনি আরো জানান, নতুন নাম কী হতে পারে তা বেছে নিতে এক কলেজছাত্র আমাদের সাহায্য করে।  সে বলে বিফ শব্দটিকে বদলে বিপ করে দিতে। তাহলেই আর কোনও সমস্যা থাকবে না। হলও তাই। নাম বদলের পর থেকে আমরা আরও বেশি করে সাড়া পাচ্ছি। 

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ