শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

ভুটানকে গুঁড়িয়ে সবার আগে দ্বিতীয় পর্বে গুয়াম

স্পোর্টস রিপোর্টার: কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠে গেল গুয়াম। নিজেদের মাঠে গুয়ামকে ১-০ গোলে হারিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠার আশা জাগালেও ভুটানের সে আশা ধূলিস্যাত হয়েছে ফিরতি ম্যাচে।

 গতকাল বুধবার গুয়াম নিজেদের মাঠে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিকে। দুই ম্যাচ মিলে ৫-১ ব্যবধানে জিতে গুয়াম সবার আগে জায়গা করে নিলো বাছাইয়ের দ্বিতীয় পর্বে। এদিকে ম্যাকাও নিরাপত্তার অজুহাতে শ্রীলংকায় খেলতে না যাওয়ায় দুই দেশের ফিরতি ম্যাচটি বাতিল করা হয়েছে। এএফসি ইতিমধ্যে এ ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য ফিফায় পাঠিয়েছে। ভুটানকে গুঁড়িয়ে দেয়া ম্যাচে একাই চার গোল করেছেন গুয়ামের ফরোয়ার্ড জ্যাসন রায়ান। অন্য গোলটি করেছেন জ্যামাইকান বংশোদ্ভূত মিডফিল্ডার শ্যান আন্দ্রে ম্যালকম।বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম পর্বে অংশ নেয়া ১২ দেশের মধ্যে ৬ টি উঠবে দ্বিতীয় রাউন্ডে। যে রাউন্ডে সরাসরি খেলবে র‌্যাংকিংয়ে ১ থেকে ৩৪ এর মধ্যে থাকা দেশগুলো। ৪০ দেশ ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে দ্বিতীয় রাউন্ডে। গত রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলেছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ