শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনায় বিভিন্ন আড়তে ফরমালিন মিশ্রিত আম ॥ স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

খুলনা অফিস : খুলনা মহানগরীর বিভিন্ন আড়তে ক্ষতিকর রাসায়ানিক ফরমালিন মিশ্রিত আমের সন্ধান পাওয়া যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রেতারা। আম খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা। অসাধু ব্যবসায়ীরা যাতে ফরমালিন মিশ্রিত আম বাজারে বিক্রি করতে না পারে সে জন্য জেলা প্রশাসন ও খুলনা সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি উঠেছে ক্রেতাদের পক্ষ থেকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯জুন রোববার নগরীর স্টেশন রোডস্থ কদমতলায় তিনটি আড়তে অভিযান পরিচালনা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে ফরমালিন মিশ্রিত ১৩৫কেজি আম জব্দ ও পরে তা প্রকাশ্যে বিনষ্ট করা হয়। মো. হানিফ খানের মালিকানাধীন মেসার্স তানভীর বাণিজ্য ভা-ার থেকে ফরমালিন মিশ্রিত ৪৪কেজি, মো. বেল্লাল হোসেনের মালিকানাধীন মেসার্স ভাই ভাই বাণিজ্য ভা-ার থেকে ৬৯ কেজি এবং অসিত কুমার ঘোষের মালিকানাধীন মেসার্স লাকি ট্রেডার্স থেকে ২২কেজি ফরমালিন মিশ্রিত আম জব্দ এবং পরে জব্দকৃত সকল আম প্রকাশ্যে বিনষ্ট করা হয়।
সূত্র জানায়, শুধুমাত্র ওই তিনটি আড়তে নয়, আরও অনেক আড়ত রয়েছে যেখানে ফরমালিন মিশ্রিত আম বিক্রি করা হচ্ছে। আড়ত ছাড়াও নগরীর দৌলতপুর, খালিশপুর, ফুলবাড়ীগেট, রূপসা ঘাট, ডাকবাংলা মোড়, বড়বাজার, ময়লাপোতা মোড়সহ বিভিন্ন এলাকায় ফরমালিন মিশ্রিত আম বিক্রি হচ্ছে। ফরমালিন মিশ্রিত আকর্ষণীয় বিভিন্ন রংয়ের আম বাজার থেকে কিনে নিয়ে ক্রেতারা তা’ খেয়ে পেটের পীড়াসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। অসাধু ব্যবসায়ীরা আমে আকর্ষনীয় রং আনা এবং দ্রুত পচে না যায় সেজন্য ফরমালিন ব্যবহার করছেন। প্রতি মওসুমে এ অবৈধ কারবার চললেও এ থেকে মুক্তি মিলছে না। ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এ সকল ব্যবসায়ীদের কাছ থেকে। এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ৯জুন নগরীতে ১৮০জন বাস যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়কৃত ২৫ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। চারটি পরিবহন কর্তপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। আমে ফরমালিন মিশিয়ে বাজারজাত করার বিষয়টিতেও জেলা প্রশাসনের নজরদারি রয়েছে। খুব শীঘ্রই আমে ফরমালিনের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর দফতর) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ইতোমধ্যে স্টেশন রোডের কদমতলায় তিনটি আড়তে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের নেতৃত্বে যে অভিযান পরিচালিত হয়েছে, সেই অভিযান অব্যাহত থাকবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ বিএসটিআই’র কর্মকর্তাদের নিয়ে নগরীতে আরও অভিযান পরিচালনা করবে। বাজার মনিটরিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কঠোর নজরদারি রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্ত।

অনলাইন আপডেট

আর্কাইভ