শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারতকে হারাতে চান আমির

বুধবার টন্টনে অস্ট্রেলিয়াকে হাতের মুঠোয় পেয়েও হারাতে পারেনি পাকিস্তান। জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৪১ রানে। দলটির পরের ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।নানা অঘটন পটীয়সী পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনো অঘটন ঘটাতে পারেনি। এর আগে ৭ বার মুখোমুখি হয় দুই দল। প্রত্যেকবারই হেরেছে পাকিস্তান।

এবার সেই হারের বৃত্ত থেকে বের হতে চান পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। হারাতে চান বিরাট কোহলিদের। গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন আমির। ১০ ওভার বল করে ৩০ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। আসরে ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে আছে উইকেট শিকারির তালিকার শীর্ষে। গতির বিষে এবার ভারতকে নীল করতে চান আমির। তার জন্য ইতিবাচক মানসিকতা চান দলের। তবেই ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন তিনি, ‘বিশ্বকাপের প্রতিটি ম্যাচই চাপের, যেমনটা ভারতের বিপক্ষে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমাদের অবশ্যই বাকি সব ম্যাচ জিততে হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ ভারতের বিপক্ষে জয়ের বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী আমির আরো বলেছেন, ‘অবশ্যই আমরা ভারতকে হারাতে পারি। বুধবার আমাদের ব্যাটিংটা ম্যাচকে অনেকটাই জমজমাট করে দিয়েছিল। আমরা যদি আরেকটু মানসিকভাবে শক্তিশালী হতে পারি তাহলে জিততে পারব।’

অনলাইন আপডেট

আর্কাইভ