শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই

১৮ জুন, আনাদুলো : নরওয়েতে ‘স্টপ ইসলামাইজেশন’ নামে ইসলাম বিদ্বেষী একটি দল দেশটির মুসলিম কম্প্রদায়ের লোকজনের চলাফেরা ও কার্যক্রম নিষিদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। দলটির প্রধান নেত্রী সমাবেশে এক বক্তব্যে বলেন, ‘নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই, সেইসঙ্গে সব কোরআনের কপি ধ্বংস করা হবে।’

দেশটির রাজধানী অসলোতে দলটি এক ইসলাম বিদ্বেষী সমাবেশের আয়োজন করে। সেখানে ওই দলের প্রধান অ্যানা ব্রাটেন প্রকাশ্যে একটি কোরআন শরিফ ছিরে ফেলতে চান। কিন্তু পুলিশ সদস্যরা কোরআনের কপিটি সংরক্ষণে চেষ্টা করলে তিনি তা ছুঁড়ে ফেলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ