বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সিংড়ায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট

নাটোরের সিংড়ায় হামলায় আসবাবপত্র ভাঙচুরের ছবি

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় ভ্যান চালকের সাথে ভাড়াকে কেন্দ্র করে কয়া পাড়া ও কৈগ্রামের মধ্যে সম্প্রতি সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ঘটনার জের ধরে শনিবার সকালে আব্দুল মান্নানের নেতৃত্বে ৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে প্রতিপক্ষ। এসময় কৈগ্রামের দুলালের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০/৫০ জন সশস্ত্র অবস্থায় ঘরের তালা ভেঙ্গে সকল আসবাবপত্র ভাংচুর এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ৪টি ফ্রিজ, নগদ টাকা, ৫ ভরি সোনার গহনা ও মনিটরসহ প্রায় ৫ লক্ষ টাকা লুট করে। পরে আব্দুর রশিদ, হবিবুরের বাড়িতে হামলা করে রশিদের বাড়ির ১টি গরু, ৬টি ছাগল, হাঁস-মুরগী লুট করে নিয়ে যায়।  স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভ্যানে যাতায়াতের সময় কৈগ্রামের জনৈক মহিলার সাথে ভ্যান চালকের কথা কাটাকাটি হয়, এ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কয়াপাড়া ও কৈগ্রাম দু’দল গ্রামবাসির মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের প্রায় ৮ জন আহত হয়। পরে আহত অবস্থায় কয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফা মারা যায়।  অপরদিকে কৈগ্রামের বেনজির আহমেদ ভুট্টুর অবস্থাও আশংকাজনক। এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেছেন দু’দল গ্রামবাসী। কয়েকজকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। দু’দল গ্রামবাসির সংঘর্ষ, মামলা ও সংঘাতের আশংকায় পুরুষ শূন্য হয়ে পরেছে কৈগ্রাম। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, দু’দল গ্রামবাসির মধ্যে উত্তেজনা নিরসনে পুলিশের টহল জোরদার রয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

অনলাইন আপডেট

আর্কাইভ