শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

যুক্তরাষ্ট্র সীমান্তে মেক্সিকোর ১৫ হাজার সৈন্য মোতায়েন

২৫ জুন, এএফপি : যুক্তরাষ্ট্রের সাথে লাগোয়া তাদের সীমান্তে প্রায় ১৫ হাজার সৈন্য ও ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করেছে মেক্সিকো। সোমবার দেশটির সেনাপ্রধান জানান, তারা সীমান্ত অতিক্রম করা অভিবাসীদের আটক করছে। মধ্য আমেরিকার দেশগুলোর নাগরিকদের সীমান্ত অতিক্রমের ঢেউ থামানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ মাসের গোড়ার দিকে মেক্সিকো তাদের দক্ষিণ সীমান্তে তাদের সামরিক শক্তি বাড়াতে ছয় হাজার ন্যাশনাল গার্ডসম্যান মোতায়েনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তবে মেক্সিকো তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এতো বেশি সৈন্য মোতায়েন করার কথা এর আগে প্রকাশ করেনি। প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোরের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও স্যান্ডোভাল বলেন, ‘আমরা মেক্সিকোর উত্তরাঞ্চলে ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর বিভিন্ন শাখার প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছি।’ সীমান্ত অতিক্রম করা ঠেকাতে এসব সৈন্য অভিবাসীদের গ্রেফতার করছে কিনা জানতে চাইলে স্যান্ডোভাল বলেন, ‘হ্যাঁ’ তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করা অভিবাসীদের আটক করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ