ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ও: ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

সংগ্রাম অনলাইন ডেস্ক: বিশ্বকাপের আসরের ৩৪তম ম্যাচে আজ বৃহস্পতিবার ক্যারিবীয়দের মুখোমুখি ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরাট বাহিনী।

বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। নিজেদের ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়েছে বিরাটরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য শুরুই করা যায়নি।

জয় পেলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার- এমন সমীকরণ নিয়েই আজ (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

পিচ রিপোর্ট থেকে আগেই জানা গেছে, ওল্ড ট্রাফোর্ডে আগে অনুষ্ঠিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচের পিচই থাকছে আজ। টসে জয়ী দল ব্যাটিং বেছে নেবে।

সেটাই করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। নিজেরা নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারতীয় দল। মোহাম্মদ শামিকে বাদ দিয়ে ইনজুরি ফেরত ভুবনেশ্বর কুমারকে একাদশে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শামিতেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছেন ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইসের পরিবর্তে একাদশে ঢুকেছেন সুনিল অ্যামব্রিস। অ্যাশলে নার্সের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ফ্যাবিয়ান অ্যালান।

ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, সাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, কেমার রোচ, ওশানে থমাস।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ