শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

অভ্যুত্থানের চেষ্টা করলে ‘নির্দয়’ হওয়ার হুমকি মাদুরোর

২৭ জুন, সিএনএন, আল জাজিরা : আব্দুর রাজ্জাক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার বিরোধীদের সতর্ক করে বলেন, আবারো অভ্যুত্থানের চেষ্টা করলে এবার আর তিনি দয়া দেখাবেন না। এর আগে আরো একটি হত্যা চেষ্টা নস্যাৎ করে দেয়া হয়েছে বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেন।

জাতির উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, ‘আমাকে হত্যা করতে যুক্তরাষ্ট্র, কলাম্বিয়া ও চিলি যৌথভাবে অভ্যুত্থানে ইন্ধন দেয় কিন্তু তা ব্যর্থ করে দেয়া হয়েছে। তারা সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট করারও চেষ্টা করেছিলো। তবে নতুন কোনো বিপ্লব বা অভ্যুত্থানের চেষ্টা করলে তা সহ্য করা হবে না।’

মাদুরোর হুমকির আগে তার মুখপাত্র জর্জ রদ্রিগেজ বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক কর্মকর্তাদের একটি দল গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের স্ত্রীকেও হত্যা করার পরিকল্পনা করে এবং একটি সরকারি ভবনে বোমা হামলা চালানোর পরিকল্পনা করে। ওই দলটি কেন্দ্রীয় ব্যাংকে হামলা চালায় এবং লুটপাট করে। তারা দেশটির রাজধানী কারাকাসের একটি বিমান ঘাঁটিও দখলে নেয়ারও চেষ্টা করে।

অনলাইন আপডেট

আর্কাইভ