শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নব্য নাৎসি ও শেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো কানাডা

সিএনএন: একটি নব্য নাৎসি সংগঠন ও এটির ‘সশস্ত্র বিভাগ’-কে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করলো কানাডা। এই প্রথমবার কোনো শেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠনকে এই তালিকাভুক্ত করলো দেশটি। শুক্রবার ব্লাড এন্ড অনার” এবং ”কমব্যাট ১৮” সংগঠনদুটিকে আল কায়েদা, বোকো হারাম, ইসলামিক স্টেট সহ প্রায় ৬০টি সংগঠনের পাশাপাশি সন্ত্রাসী তকমা দেয়া হয়েছে। এর ফলে এই সংগঠনের সম্পদ জব্দের পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের জন্য বিচারের মুখোমুখি করা হবে।কানাডা সরকার ব্লাড এন্ড অনারকে একটি আন্তর্জাতিক নব্য নাৎসি সংগঠন যেটি আদর্শিক দিকে নাৎসি জার্মানির ভাবধারার অনুসারী হিসেবে আর কমব্যাট ১৮ কে এটির সশস্ত্র বিভাগ বলে ব্যাখ্যা দিয়েছে।

ব্লাড এন্ড অনার গঠিত হয় ১৯৮৭ সালে ইংল্যান্ডে ইয়ান ষ্টুয়ার্ট ডোনাল্ডসন নামের নামের এক ব্যাক্তির মাধ্যমে। হিটলারের তরুণ আন্দোলনের একটি শ্লোগান থেকে অনুপ্রাণিত হয়ে এটির নাম নির্ধারণ করা হয়। ১৯৯৮ সালে এ সংগঠনের চারজন সদস্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুইজন গৃহহীন ব্যাক্তিকে হত্যা করে। ২০১২ সালের ফেব্রুরিতে এই সংগঠন দুটি চেক রিপাবলিকে একটি ভবনেএ অগ্নিসংযোগ করে। শুক্রবার কানাডিয়ান সুরক্ষা গোয়েন্দা সংস্থা (সি এস আই এস) এ ধরণের ডানপন্থী উগ্রবাদকে দেশের সুরক্ষার জন্য হুমকি বলে তুলে ধরে। সন্ত্রাসী ও উগ্রবাদী কর্মকান্ড কমানোর অংশ হিসেবে এই ঘোষনা দেয়া হয়েছে। সিএন এন।

অনলাইন আপডেট

আর্কাইভ