শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

উভয় বিভাগে ভারত চ্যাম্পিয়ন

ভারতের আধিপত্যের মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হয়েছে ‘ওয়ালটন-আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা-২০১৯’। প্রতিযোগিতার বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বালক বিভাগের ফাইনালে ভারত ২-০ ম্যাচে নেপালকে পরাজিত করে ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই বালক বিভাগে ভারত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগের খেলায়ও ভারত প্রথম দুটি এককে শ্রীলংকার বিরুদ্ধে জয় লাভ করে ২-০ ম্যাচে এগিয়ে যায়, ফলে দ্বৈতের খেলা বাকি থাকতেই ভারতের বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগের চ্যাম্পিয়ন-রানার্সআপ ভারত ও নেপাল এবং বালিকা বিভাগের চ্যাম্পিয়ন-রানার্সআপ ভারত ও শ্রীলঙ্কা আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ ফাইনাল প্রতিযোগিতা ২০১৯ এ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।দুপুর ২টায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহরিয়ার আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদসহ অন্যান্যরা। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ‘ওয়ালটন-আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা-২০১৯’ এ ৭টি দেশের ৩৯ জন বালক ও বালিকা খেলোয়াড় অংশ নিয়েছিল। এবারের এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে ৩ জন বালক, ৩ বালিকা ও ২ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেছে। তবে পাকিস্তান থেকে কেবল ২ জন বালক অংশ নিয়েছিল। সব মিলিয়ে সাতটি দেশের মোট ৩৯ জন বালক ও বালিক টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। রেডিও পার্টনার ছিল রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে ছিল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

অনলাইন আপডেট

আর্কাইভ