মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

সিংড়ায় মানবতার দেয়াল উদ্বোধন করলেন পলক

সিংড়া (নাটোর) সংবাদদাতা : আপনার অপ্রয়োজনীয় পোশাক হতে পারে অন্যের প্রয়োজন এ শ্লোগান সামনে রেখে নাটোরের সিংড়ায় গতকাল শনিবার সকাল ৯টায় মানবতার দেয়াল উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাংস্কৃতিক  ব্যক্তিত্ব ও সাংবাদিক মাহবুব আলম বাবু, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, যুবলীগ নেতা জাকারিয়া মিঠু, মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম, মরিচিকা ব্র্যান্ডের পরিচালক রিদওয়ান সিদ্দিক প্রমুখ।  প্রতিমন্ত্রী পলক নিজে উদ্দ্যোক্তা হিসেবে এটি উদ্বোধন করেন। প্রথম দিনে তিনি বেশকিছু পোশাক প্রদান করেন। এছাড়া সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ২২টি পোশাক,সাংবাদিক মাহবুব আলম বাবু ১৭টি, এড. শামিম হোসেন ১৫টি পোশাক প্রদান করেন। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন : নাটোরের সিংড়ায় ১৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিমন্ত্রী পরে হাজ্বী সম্মেলনে যোগ দেন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ